Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা


ক্রমিক নং
সেবার নাম
সেবার সংক্ষিপ্ত বিবরণ
সেবা প্রাপ্তির সম্ভাব্য সময়
সেবা প্রাপ্তির ফি (প্রয়োজ্য ক্ষেত্রে)
সেবা প্রাপ্তির স্থান
০১. গবাদি পশুর কৃত্রিম প্রজনন
১. গাভীর মালিক গাভী গরম হওয়ার পর গাভীকে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র/ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর/ ইউনিয়ন পর্যায়ে কৃত্রিম প্রজনন পয়েন্ট-এ নিয়ে আসবেন এবং কৃত্রিম প্রজননের জন্য আবেদন জানাবে।
গাভী গরম হওয়ার পর ১০-২০
ঘন্টার মধ্যে।

সরকার নির্ধারিত মূল্যে:

হিমায়িত সিমেন-৭৫/-

(বি:দ্র: এআই টেকনিশিয়ানদের ক্ষেত্রে অতিরিক্ত ৪০/- টাকা ফি প্রদান করতে হবে।
জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ইউনিয়ন       পর্যায়ে কৃত্রিম প্রজনন পয়েন্ট।
০২. উন্নত জাতের ঘাসের চারা/বীজ বিতরণ
নির্দিষ্ট এলাকায় ঘাস চাষের জন্য নির্দিষ্ট এলাকার কৃষক নির্বাচন করা   হয়।কৃষকদেরকে যথানিয়মে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের পর বীজ/চারা বিতরণ করা হয়।বীজ/চারা বিতরণের পর ঘাসের প্লট        পরিদর্শন করা হয়।
১ দিন
বিনামূল্যে
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র।




                               উপপরিচালক

                             জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র

                            রাঙ্গামাটি পার্বত্য জেলা